Logo
HEL [tta_listen_btn]

বন্দরে টিসিবির কার্যক্রমে অনিয়ম

পণ্য নয় শুধু টিসিবির কার্ড কিনতে হচ্ছে ৫০ থেকে ১শ’ টাকায়। এমনই গুরুতর অভিযোগ পাওয়া গেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এর ২৩নং ওয়ার্ডের কাবিলের মোড় এলাকায়। সরেজমিনে পরিদর্শনে গেলে ২৩নং ওয়ার্ডের কাবিলের মোড় এলাকায় দেখা যায় এমন চিত্র। রোববার (২৭ অক্টোবর) বেলা ১২টায় গণমাধ্যমের একটি টিম সেখানে গেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের টিসিবির পণ্যের জন্য দেয়া কার্ড কতিপয় ব্যক্তিকে ৫০ থেকে ১শ’ টাকায় বিক্রি করতে দেখা যায়।
কার্ড নিতে আসা জনৈক নারী জানান, টিসিবির কার্ড নিতে ৫০ টাকা দিতে হয়। নাহলে তারা কার্ড দেয় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যেসময় দেশের মানুষ টিসিবির পণ্যের উপর নির্ভরশীল ঠিক সেই মুহূর্তে পণ্যতো দূরের কথা এক শ্রেণির সুবিধাবাদী ব্যক্তি টিসিবির পণ্যের কার্ড বিক্রি করছে খেটে খাওয়া মানুষের কাছে।
এক বৃদ্ধ জানান, সরকার টিসিবির পণ্য বিক্রি করছে আমাদের মতো দরিদ্র মানুষের দৈনন্দিন দিনাতিপাতের সুবিধার জন্য। কিন্তু এরা অসহায় মানুষের দুর্বলতার সুযোগে তাদের প্রতি অবিচার চালাচ্ছে। বিষয়টি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের তদন্তপূর্বক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা উচিত।
এ ব্যাপারে টিসিবির পণ্য বিতরণকারী সিহাবের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, কার্ড ৫০ টাকায় বিক্রি হয় ১শ’ টাকায় নয়। ৫০ টাকা বিক্রির কারণ হলো, এটি ছাপাতে খরচ হয়, অফিস ভাড়া আছে, আনুষাঙ্গিক অনেক খরচও আছে। তবে টিসিবির কার্ড বাবদ টাকা নেয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কোন প্রকান অনুমোদন আছে কি না জানতে চাইলে তারা কোন সদুত্তর দিতে পারেননি।
এ বিষয়ে টিসিবি’র পণ্য বিতরণের দায়িত্বপ্রাপ্ত অফিসার মো আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইল ফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com