নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা জামাল হােসেনের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর ) নন্দীপাড়া ডিএন রোড বাইতুল মাহফুজ জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন, বাইতুল মাহফুজ জামে মসজিদের ঈমাম ও খতিব মো. জামাল উদ্দিন।
দোয়ায় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়াক আকরাম প্রধান, মহানগর যুবদলের নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জাকির, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মাগফুর ইসলাম পাপন, ডিএন রোড সমাজ কল্যান সংগঠনের সভাপতি মামুন প্রধান, ডিএন রোড সমাজ কল্যান সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মনসুর রহমান, সহ-সভাপতি সাংবাদিক আরিফুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম মহাসিন, যুগ্ম সাধারন সম্পাদক মো. জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন হাসান, মোঃ দর্পণ প্রদান , মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম সজীব, ১৪ নং ওয়ার্ড সেক্রেটারি হারুন রশিদ রানা, সদর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিপন, যুবদল নেতা মো. রুবেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।