Logo
HEL [tta_listen_btn]

নতুন প্রজন্মকে মেধার চর্চা বাড়াতে হবে: এসপি প্রত্যুষ কুমার

নারায়ণগঞ্জের পুলিশ সুপার শ্রী প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, ‘নতুন প্রজন্মকে মেধার চর্চা বাড়াতে হবে। এসপি’র বাইরে আমার পরিচয় আমি একজন সনাতন ধর্মের লোক। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আমি এ দেশের ১ নাম্বার নাগরিক কিনা। অন্যদেশে যেতে হবে কিনা? আমি তাদের বলবো, আপনার সন্তানকে মাথা উঁচু করে বাঁচতে শিখান এবং নিজের দেশে প্রতিষ্ঠিত হবার অনুপ্রেরণা যোগান। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে আমলাপাড়া সর্বজনীন পূজামন্ডপে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার আরও বলেন, এখন সকল গার্ডিয়ানই সচেতন। গার্ডিয়ানরা চান তার সন্তান সেরা হোক। আমরাও চাই বর্তমান প্রজন্ম এগিয়ে যাক, নিজেদের মধ্যকার মেধার সর্বোচ্চ বিকাশের মাধ্যমে।
বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রতিটা ধর্মেই মানব জাতির কল্যাণের জন্য বলা হয়েছে। সকলেই যদি যার যার ধর্ম সঠিকভাবে পালন করি তাহলে অপরাধের প্রবণতা কমে যাবে। আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। নারায়ণগঞ্জকে আমরা সুন্দর শৃঙ্খলভাবে গড়ে তুলবো। ধর্মের কারণে কেনো অরাজগতা করতে দিবো না। সুষ্ঠ নারায়ণগঞ্জ গড়ে তুলতে সবাইকে প্রয়োজন, কাউকে বাদ নিয়ে এককভাবে নারায়ণগঞ্জের পরিবেশ সুন্দর করা সম্ভব নয়।
সভাপতির বক্তব্যে শ্রী প্রবীর কুমার সাহা বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা আমলাপাড়ার ঐতিহ্য। প্রতিবছরই হয়ে থাকে। প্রতিযোগীদের প্রথম ১০ জন অভিবাবক সহ আমাদের ড্রিমহলিডে পার্কে আমন্ত্রণ জানাচ্ছি।
বিশিষ্ট ব্যবসায়ী ও আমলাপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপু, লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা পরিতোষ কান্তি সাহা, বাসুদেব চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন , মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস ও নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পাল সহ অসংখ্য নেতৃবৃন্দ। আমলাপাড়া সর্বজনীন পূজামন্ডপে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সময় অংশগ্রহণ করেন মোট ৫৪৩ জন শিশু-কিশোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com