রূপগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইসমাইল হোসেন ও সোহেল মিয়া নামে ২ ভাইয়ের মৃত্যুর পর এবার বাবা বাবুল মিয়া ও মেয়ে তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এবং বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। বর্তমানে মুন্নি আক্তার ও সেলিনা বেগম নামে আরো ২ জন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নিহত ও আহতরা সকলেই একই পরিবারের। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সুজাপুর এলাকায়। তারা রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় বসবাস করতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, গত ২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাও এলাকায় ভাড়াটিয়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় একই পরিবারের স্বামী মোহাম্মদ বাবুল, স্ত্রী মোছাম্মৎ সেলিনা, ছেলে ইসমাইল, সোহেল, মেয়ে মোছাম্মৎ তাসলিমা, ও মুন্নী দগ্ধ হয়। মঙ্গলবার সকালে ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করে। বুধবার ও বৃহস্পতিবার বাবুল মিয়া ও মেয়ে তাসলিমা আক্তারের মৃত্যু হয়েছে । এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জন। মুন্নি আক্তার ও সেলিনা বেগম নামের আরো দুইজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
নিহত মোহাম্মদ বাবুলের ভাই মঙ্গল মিয়া বলেন, ভাই, ভাতিজা ও ভাতিজির মৃত্যুতে তাদের গ্রামের বাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।