Logo
HEL [tta_listen_btn]

২২ বছরে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব

নানা আয়োজনে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ২২তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা, দোয়া ও কেক কাটার মাধ্যমে পালন করা হয়। ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি কাজী আনিসুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোঃ আশরাফুল হক আশু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোবারক হোসেন চৌধুরী হান্না, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মাইনউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহাজাহান ভূইয়া, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের অর্থ ও সমাজ কল্যাণ সম্পাদক ফজলুল হক পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সময়ে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব সুনামের সাথে কাজ করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। আশা করি ভবিষ্যতেও তারা তাদের সুনামের প্রতি লক্ষ্য রেখে নারায়ণগঞ্জের সাংবাদিকতায় ভুমিকা রাখবে।
বক্তারা আরও বলেন ফতুল্লা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টাস ইউনিটি যদি একত্রে কাজ করে তা হলে অত্র অঞ্চলে সাংবাদিকদের একটি শক্তিশালী অবস্থান গড়ে উঠবে, যার উপর ভিত্তি করে সকল অন্যায়, অবিচার, মাদক ও কিশোরগ্যাংমুক্ত এলাকা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, ফতুল্লা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, মোঃ মাসুম হোসেন প্রমুখ। ফতুল্লা রিপোর্টাস ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন সজীব, সিনিয়র নির্বাহী সদস্য আবু সাঈদ, সদস্য তালুকদার আবদুল্লাহ আল-ফারুক রিংকু, সাব্বির আহম্মেদ তুহিন।
উল্লেখ্য, ২০০৩ সালের ৩১ অক্টোবর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে ফতুল্লা থানাধীন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com