নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) এর ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসের বাসায় হামলা ও সচিব আবুল কালামের উপর হামলাকারী সাবেক কাউন্সিলর রিয়াদ হাসান এবং সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নিসহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৪টায় ২নং রেলগেটে সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ জেলা কমিটির সদস্য এস এম কাদির, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলার সাধারণ সম্পাদক সুলতানা আক্তার ও জেলা বাসদের বর্ধিত ফোরামের সদস্য সাইফুল ইসলাম শরীফ।
নেতৃবৃন্দ বলেন, ২৭ অক্টোবর দিবাগত রাত ১টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে তার বাসায় হামলা চালায় সাবেক কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি ও সাবেক কাউন্সিলর রিয়াদ হাসানের নেতৃত্বে ২০/৩০ জন সশস্ত্র সন্ত্রাসী। ২টি দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে অসিতকে না পেয়ে সন্ত্রাসীরা ঘরে ভাংচুর ও লুটপাট চালায়। হামলার খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য সাবেক কাউন্সিলর অসিতের সচিব আবুল কালাম গেলে সন্ত্রাসীরা তাকে ব্যাপক মারধর করে। মারাত্মক আহত হয়ে আশংকাজনক অবস্থায় আবুল কালাম প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে নারায়ণগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস ২৮ অক্টোবর সকালে নারায়ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত মামলা এন্ট্রি করেনি এবং হামলার মূলহোতা সন্ত্রাসী রিয়াদ ও বিন্নি কাউকে গ্রেফতার করেনি। ভিডিও ফুটেজে রিয়াদ ও বিন্নির উপস্থিতি স্পষ্ট হলেও পুলিশ অদৃশ্য কারণে মামলা গ্রহণে গড়িমসি করছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।