`বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে সোনারগাঁ উপজেলার উদ্ধোবগঞ্জ থেকে আলী হায়দার (৪৫) নামে এক এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার উদ্ধোবগঞ্জ সাব রেজিস্টার অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী হায়দার উপজেলা জয়রামপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি (সোনারগাঁ) হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার উদ্ধোবগঞ্জ এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে আলী হায়দারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় হত্যা মামলা রয়েছে। সে মামলার পর থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে জাল-জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারের পর শুক্রবার (১ নভেম্বর) সকালে আলী হায়দারকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, সোনারগাঁ থানা পুলিশ জানায়, গত ২৩ আগস্ট সোনারগাঁ থানায় হানিফ নামের এক ব্যক্তি বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ৫০ নম্বর আসামী আলী হায়দার।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাঁচপুর এলাকায় অংশ নিয়েছিলেন শফিক (২৮) নামের এক ব্যক্তি। শফিক আন্দোলন প্রতিহতকারীদের হামলায় নিহত হয়েছিলেন। পরে তার চাচাতো ভাই হানিফ বাদি হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার আসামী আলী হায়দারকে ডিবি পুলিশ গ্রেফতার করে থানায় হস্তান্তর করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।