Logo
HEL [tta_listen_btn]

বাসভাড়া নিয়ে পেশাজীবীদের সাথে মতবিনিময়

বাসভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে নারী, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের পাতাল মেঝেতে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি।
সভায় বক্তব্য রাখেন, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক শহিদ আহমেদ মিঠু, শিক্ষক বিজয় কর্মকার, সাবেক কাউন্সিলার অসিত বরণ বিশ^াস, চিকিৎসক রফিকুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সমন্বয়ক সুলতানা আক্তার, গণসংহতি মহিলা ফোরামের আহ্বায়ক পপী রানী সরকার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা মহিলা পার্টির সভাপতি রাশিদা আক্তার, আইনজীবী আওলাদ হোসেন, জিয়াউল ইসলাম কাজল, মাসুম সিকান্দার, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সাংবাদিক আফসানা মুন, নারী উদ্যোক্তা নুসরাত নুপুর, কবি রাজলক্ষ্মী, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, সংস্কৃতি কর্মী দীপঙ্কর দে, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।
সভায় বক্তারা নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া ৪৫ টাকা করা, নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোগ, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, কোবগা (তাজমহল) রুটের সিএজিচালিত সকল বাসের ভাড়া দ্রুত কমানো, ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া দ্রুত কার্যকর করা এবং নারায়ণগঞ্জ-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বিআরটিসি ৬০ টাকা এবং বেসরকারি ৬৫ টাকা করার দাবিতে আন্দোলন আরও বেগবান করার পক্ষে মতামত ব্যক্ত করেন। ১৫ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে অর্ধদিবস সর্বাত্মক হরতাল সফল করার জন্য অভিমত ব্যক্ত করেন এবং এ বিষয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com