ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গু মশার বিস্তার । এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণও অনেকটা বৃদ্ধির দিকে। ডেঙ্গু মশার বিস্তার বেড়েছে নারায়ণগঞ্জেও । গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৭০ জন। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬শ’ ৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪শ’ ৭৪ জনে।
জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে এ যাবত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চিকিৎসা করতে যাওয়া কিছু রোগীর মৃত্যুর হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ১শ’ ৩৫ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।