আড়াইহাজারে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সজীব পৌর সদরের নাগেরচর গ্রামের সিরাজুল ইসলামের ওরফে সিরাজের ছেলে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার নামে পাচরুখি এলাকার ভাংচুর ও লুটপাটের একটি মামলা রয়েছে। মামলার পর থেকে সে পলাতক ছিল। গ্রেফতারের পর শনিবার (৯ নভেম্বর) তাকে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।