ডেঙ্গু মশার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। এডিস মশাবাহিত ভাইরাসটির সংক্রমণও বৃদ্ধির দিকে। নারায়ণগঞ্জেও ডেঙ্গু মশার বিস্তার বাড়ছে। নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে ৯ জন। এ নিয়ে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০০৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৯০১ রজন। জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নারায়ণগঞ্জে এ যাবত কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় গিয়ে মৃত্যর সংখ্যা রয়েছে। জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ি শুক্রবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে।
তথ্য মতে, গত ২৪ ঘন্টায় নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১শ’ ২ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।