Logo
HEL [tta_listen_btn]

হোসিয়ারি এসোসিয়েশনের নির্বাচন ৩ ফেব্রুয়ারি

হোসিয়ারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের ২০২৫-২০২৭ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি মিশনপাড়াস্থ হোসিয়ারি কমিউনিটি সেন্টার ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নগরীর ৬ এসপি লেইনস্থ হোসিয়ারি ক্লাবে অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের সভায় এ তফসিল ঘোষণা করা হয়। সংগঠনটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৫-২০২৭ উপলক্ষে ৪ নভেম্বর হোসিয়ারি এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সাঈদ আহমেদ স্বপনের নেতৃত্বে পরিচালনা পর্ষদ (২০২৩-২০২৫) এর জরুরি সভায় বাণিজ্য সংগঠন বিধিমালা ১৯৯৪ এর ১৪নং অনুচ্ছেদ অনুযায়ী একটি নির্বাচন ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়।
দৈনিক দেশের আলো পত্রিকার সম্পাদক আনিসুল ইসলাম সানিকে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আলহাজ্ব মো. জাকারিয়া ওয়াহিদ ও লায়ন হোসিয়ারির স্বত্তাধিকারী কৃষ্ণ কুমার সাহাকে সদস্য মনোনীত করে হোসিয়ারি এসোসিয়েশন নির্বাচন বোর্ড গঠন করা হয়। একই সঙ্গে হোসিয়ারি এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জিএম হায়দার আলীকে নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান, আরাফাত হোসিয়ারির স্বত্তাধিকারী মো. দেলোয়ার হোসেন ও রিপন টেক্সটাইল ও গার্মেন্টসের স্বত্তাধিকারী আলহাজ্ব মো. শওকত আলীকে সদস্য মনোনীত করে নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনী বোর্ড আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ভোটার হওয়া নিশ্চিত করবে। এরপর আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। ভোটার তালিকা প্রণয়নের পর ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মনোনয়নপত্র জমা নেয়া হবে। ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com