Logo
HEL [tta_listen_btn]

প্রজন্ম দলের কমিটিতে ফ্যাসিস্টদের দোসর

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":2,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:2,”transform”:2},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}


বন্দর সংবাদদাতা
নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির ২১ নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন ইসলাম এবার পদ পেলেন বিএনপির অংঙ্গসংগঠন জাতীয়তাবাদী প্রজন্ম দলের বন্দর থানা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে।
গত শুক্রবার ২৪ জানুয়ারি বিকেলে বন্দর ২১ নং ওয়ার্ডের রুপালি আবাসিক এলাকায় ভূমি অফিসের সংলগ্ন একটি অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের অন্তর্ভুক্ত বন্দর থানা প্রজন্ম দলের ৮৭ সদস্য বিশিষ্ট লিখিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মিলন খানকে আহবায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে একাধিক যুগ্ম আহবায়ক সহ সর্বমোট ৮৭ জনকে আহবায়ক কমিটিতে পদ দিয়ে কমিটি ঘোষনা করেন জাতীয়তাবাদী প্রজন্ম দলের নারায়ণগঞ্জ জেলার শাখার আহবায়ক সলিমুল্লাহ করিম সেলিম ও সদস্য সচিব মো: রায়হান উদ্দিন জিল্লু।
উক্ত বন্দর থানা প্রজন্ম দলের আহবায়ক কমিটিতে বিগত ফ্যাসিবাদী সরকারের দোসরদের অনুগামীরা একাধিক পদে আসীন হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন জাতীয়তাবাদী বিএনপি সহ এর বিভিন্ন অঙ্গ সংগঠনের একাধিক নেতা কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বিএনপি নেতা জানান, নারায়ণগঞ্জ বন্দরে ৫ আগস্টের আগে আজমেরী ওসমান ও অয়ন ওসমানের হোন্ডা বাহিনীর সদস্য ও ক্যাডাররা এখন বিএনপিতে নানা রুপে অনুপ্রবেশ করছে। এদেরকে দলীয় পদ-পদবী দেওয়ার আগে যাচাই-বাছাই করার জন্য দলীয় হাইকমান্ডকে অনুরোধ জানান তিনি। এছাড়াও তিনি আরও জানান, বর্তমানে বিভিন্ন মিথ্যা মামলায় কারাবন্দি নারায়ণগঞ্জের গণমানুষের নেতা জাকির খান সহ নারায়ণগঞ্জ এর একাধিক উচ্চ পর্যায়ের বিভিন্ন নেতার ব্যানারে সদর-বন্দরে বিভিন্ন এলাকা থেকে বিগত স্বৈরাচারের দোসররা নিজেদের এসকল নেতাদের কর্মী হিসেবে জাহির করতে ব্যস্ত হয়ে পড়েছে অথচ গত ৫ আগস্ট এর আগে এদের কোন হদিস ছিল না।
এই বিষয়ে বন্দর থানা প্রজন্ম দলের নব গঠিত কমিটির আহবায়ক মিলন খানের মুঠোফোনে কল দিয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি এই প্রসঙ্গে ফোনে কোন প্রকার বক্তব্য দিতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com