Oplus_131072
উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন,কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ওয়াহেদ মোর্শেদ,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউপি সদস্য আবুল হোসেন, আবু জাহের ও পুলিশ সদস্যরা।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ওয়াহেদ মোর্শেদ জানান, আজকে মোগরাপাড়া এলাকার মহাসড়কের দু’পাশের দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে । পরবর্তীতে জেল জরিমানাসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে যেন এই জায়গা গুলোতে কোন ভাবেই আর অবৈধ দোকানপাট না বসতে পারে ।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ জানান , সরকারী জায়গায় স্থাপনকৃত ৫টি অবৈধ দোকানীকে জরিমানাসহ প্রায় ৩ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।