রূপগঞ্জ সংবাদদাতা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ হয়। খন্ড খন্ড মিছিলে আনন্দ উল্লাসে মধ্য দিয়ে সমাবেশে দেড় সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।
রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদ শাখার আয়োজিত জনসমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদ শাখার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান। সভায় ভার্চ্যুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।
রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সহ সভাপতি আতিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী মিঠু ও সহ সাধারণ সম্পাদক মোঃ মোশাররফের সঞ্চালনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ নাজির আহম্মেদ, নারায়ণগঞ্জ জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সভাপতি কাজী কামরুল ইসলাম কামাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ডাঃ শাহিন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাকারিয়া, রূপগঞ্জ উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ গোলাম কিবরিয়া ভুইয়া, সহ সভাপতি নাসির উদ্দিন, মোঃ মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন নাসির, জেলা যুবদল ও ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম ইমন, জেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি মোঃ আবু মাসুম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আজিম সরকার, তারাবো পৌর বিএনপি সাবেক সদস্য সচিব জাকির হোসেন রিপন, ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।