Logo
HEL [tta_listen_btn]

লুটপাট করতেই আ’লীগ বড় প্রকল্প নিত


নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে বিশিষ্টজনেরা বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে মন্ত্রণালয়গুলো লুটপাট করার জন্যই বড় বড় প্রকল্প গ্রহণ করতো। এমন অভিমত ব্যক্ত করে তারা আশংকা প্রকাশ করেছেন, বাস্তবে এসব প্রকল্প একদিকে নগরীকে বসবাসের অযোগ্য করে তুলবে, অন্যদিকে ভবিষ্যতে তীব্র স্থাপত্য-সঙ্কট তৈরি করবে। একইসাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন উন্নয়ণ প্রকল্পে জনসাধারাণ ও সুবিধাভোগীদের অংশগ্রহণ এবং মতামত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। তারা বলছেন, যানজট, হকারদের দখলে ফুটপাত ও অপরিকল্পিত নানা প্রকল্পের কারণে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা। শুধু তাই নয়, নগরবাসীর ট্যাক্সের টাকায় নানা উন্নয়ণ প্রকল্প হলেও কখনো তাদের মতামত ও অংশগ্রহণ ছিলো না। বিগত আওয়ামী লীগ সরকার আমলে মন্ত্রণালয়গুলো লুটপাট করার জন্য বড় বড় প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু বাস্তবে এসব প্রকল্প একদিকে নগরীকে বসবাসের অযোগ্য করে তুলবে। অন্যদিকে ভবিষ্যতে তীব্র স্থাপত্য-সঙ্কট তৈরি করবে।
গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নগর ভবন মিলনায়তনে ‘নারায়ণগঞ্জ নগরীতে বিভিন্ন সংস্থা কর্তৃক গৃহীত চলমান পরিবহন অবকাঠামো উন্নয়ন প্রকল্পসমূহ বিষয়ে অংশীজন সম্পৃক্তকরণ সভায় উপস্থিত সুধীজন ও নাগরিকরা এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় পাঁচটি মেগা প্রকল্পের অগ্রগতি ও প্রকৌশলগত দিক তুলে ধরেন প্রকল্প পরিচালকরা।
সভায় প্রশাসক এ এইচ কামরুজ্জামান বলেন, আমরা মাত্র শুরু করলাম। এরপর নানা উন্নয়ন প্রকল্পে আপনাদের মতামত নেয়ার ব্যবস্থা করা হবে। যাদের নগরী তাদের মতামত না থাকলে টেকসই উন্নয়ন হবে না।
সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্প, শীতলক্ষ্যা নদীর উপর কদমরসুল ব্রিজ নির্মাণ প্রকল্প, খানপুর কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প, পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়ক প্রকল্প, নারায়ণগঞ্জ নগরীর বিদ্যমান পরিবহন ব্যবস্থাপনা ও অবকাঠামো বিষয়ক প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকগণ।
পরে আব্দুল্লাহ ফাহাদ নামের একজন পরিবহন বিশেষজ্ঞ গৃহীত প্রকল্পের উপর আলোচনা করে কিছু কিছু ক্ষেত্রে প্রকৌশলগত ত্রুটি রয়েছে বলে মত দেন। এবং ওই প্রকল্পগুলোর মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন বলে দাবি করেন।
সভায় উপস্থিত নাগরিকদের মধ্যে বক্তব্য রাখেন-নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল জব্বার, নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরউদ্দিন আহমেদ, সিপিবি নেতা হাফিজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com