Logo
HEL [tta_listen_btn]

মিজমিজি পশ্চিমপাড়ায় ক্রীড়া প্রতিযোগীতা

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
ক্রীড়াই শক্তি- ক্রীড়াই বল, সুস্থ দেহে সুন্দর মন, উৎসবমুখর পরিবেশে সিদ্ধিরগঞ্জের ‘‘মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজ”র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাদের আনন্দময় এবং উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণে এ সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন এবং অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করা হয়, যার মধ্যে ছিল নৃত্য, গান, নাটক, কবিতা আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা।
শিক্ষার্থীরা তাদের অনুশীলিত প্রতিভা দেখিয়ে উপস্থিত সকলকে মুগ্ধ করে। বিশেষ করে, স্কুলের ছোটদের নৃত্য এবং গান সকলের মন জয় করে নেয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ খেলোয়াড়, শ্রেষ্ঠ সাংস্কৃতিক শিল্পী, শ্রেষ্ঠ বক্তা, শ্রেষ্ঠ কবি ও শ্রেষ্ঠ নৃত্য সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হোন শিক্ষার্থীরা। এই পুরস্কারগুলি শিক্ষার্থীদের আরও এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে বলে আয়োজকরা জানান।
মিজমিজি পশ্চিমপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে ও সাবেক সদস্য মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য মোস্তফা কামাল মেম্বার, দাতা সদস্য আবুল কাশেম, হযরত আলী কন্ট্রাকটর, হযরত আলী, হুমায়ূন আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য এমএ গাফফার ও আব্দুল মান্নান সাগর সহ অত্র স্কুলের সকল সম্মানিত দাতা, প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক- শিক্ষিকা-শিক্ষার্থীসহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com