Logo
HEL [tta_listen_btn]

চাঁদাবাজি চলছে আগের মতোই

নিজস্ব সংয়বাদদাতা
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মুহাম্মাদ মাসুম বিল্লাহ বলেছেন, ফ্যাসিস্ট সরকার পলায়নের পরবর্তী সময়ে এখনো দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এখােন আগের মতোই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি অব্যাহত রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা এখনো চলছে।
তিনি আরো বলেন, শুধু রাস্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদপদবি ব্যাবহার করে তাদের নেতা কর্মীরা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে তাদের রাজনীতিরও সংস্কার করতে হবে।
গতকাল রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটির প্রথম মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল সহ আমেলার দায়িত্বশীলবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com