নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘আমার মনে হয়, মানুষের সৌন্দর্য তার মানবতা। মানুষ আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠ জীব হয়ে যদি তার শ্রেষ্ঠত্ব দেখাতে হয়, তাহলে মানবিক দিক প্রসারিত করতে হবে।
রোববার (২রা ফেব্রুয়ারি) দুপুরের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলার প্রতিবন্ধী ও শিশুদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষা অসহায় উপকরণ বিতরণকারে তিনি একথা বলেন।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমার কাছে মনে হয় সূর্যের যে সৌন্দর্য রয়েছে সে সৌন্দর্য রয়েছে তার তাপে। সূর্যের তাপ না থাকলে তার সৌন্দর্য থাকতো না, কক্সবাজারের সমুদ্রের সৌন্দর্য হচ্ছে তার ঢেউয়ে, মানুষের সৌন্দর্য আমার মনে হয় তার মানবতা। মানুষ আশরাফুল মাখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ জীব। শ্রেষ্ঠ জীব হয়ে তার শ্রেষ্ঠত্ব দেখাতে হয় তাহলে মানবিক দিক প্রসারিত করতে হবে।
আমরা মনে করি আমাদের পরিবারের মাঝে এই বিশেষ চাহিদা সম্পূর্ণ যে সব ভাই বোনেরা ও ছাত্র ছাত্রীরা আছে, তাদেরকে নিয়ে যাতে এক্সট্রা ব্লাডেন না হয় তারা যেন আমাদের মতই সুন্দর লাইফে ফিরতে পারে সুন্দরভাবে কাজকর্ম করতে পারে তার জন্য আজকে একটি আমরা ছোট্ট উদ্যোগ নিয়েছি।
নারায়ণগঞ্জে আমরা বলতে চাই এই ধরনের চাহিদা সম্পূর্ণ যে সকল মানুষ আছে আমরা রিচ করতে চাই আমাদের মত মেনস্টিমে নিয়ে আসতে চাই যাতে তারা সাধারণ লাইফ এনজয় করতে পারে। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আমরা যে হুইলচেয়ার ও পড়ালেখার যে ডিভাইসগুলো দিয়েছি তা কাজে লাগিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবেন এবং সমাজের জন্য ভূমিকা রাখবেন।
এ সময় উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরে উদ্বোধন কর্মকর্তা ও নারানগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।