নিজস্ব সংবাদদাতা
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নারায়ণগঞ্জে আগমনকে সামনে রেখে আইনজীবীদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নেতারা। গতকাল সোমবার দুপুরে এ মতবিনিময় সভার আয়োজন করে লিগ্যাল হাউজ (এলএইচ)। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বার।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর মমিনুল হক, মহানগর সেক্রেটারি মানোয়ার হোসাইন, সমিতির সহ-সভাপতি এড. মাঈনুদ্দিন মিয়া, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হাফিজ মোল্লা, আইনজীবী থানা আমির এড. জাহাঙ্গীর দেওয়ান, সেক্রেটারি এড. নিজামুদ্দিন, কোষাধ্যক্ষ এড. মাসুদুর রহমান, সহকারি সেক্রেটারি এড. সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় জামায়াতের আমীরের আগমন উপলক্ষ্যে আইনজীবীরা তাদের মতামত তুলে ধরেন। এবং সার্বিক প্রস্তুতিতে সহায়তার আশ্বাস দেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।