Logo
HEL [tta_listen_btn]

এনসিসি’র অনলাইন নাগরিক জরিপ শুরু

নিজস্ব সংবাদদাতা
নাগরিক সনদপত্র, জন্ম ও মৃত্যু নিবন্ধন, পানি সরবরাহ ও অন্যান্য নাগরিক সেবা দিয়ে আসছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে নগরবাসীর ভাবনার সঙ্গে যুক্ত হতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আয়োজন করেছে ‘অনলাইন নাগরিক জরিপ’।
নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে নগরবাসীর মতামত, পরামর্শ ও সমস্যা বিষয়ে জানতে প্রথমবারের মত এই অনলাইন নাগরিক জরিপ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। অনলাইন নাগরিক জরিপ চলবে পুরো মাসজুড়ে।
জনস্বাস্থ্য, বর্জ্য ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা, সমাজকল্যাণমূলক সেবা, প্রশাসনিক কার্যক্রম, হোল্ডিং ট্যাক্স সচেতনতা, সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগের মাধ্যম, স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম, মহল্লায় কমিউনিটি ভিত্তিক কার্যক্রম, অভিযোগ-প্রতিকার ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে নাগরিকগণ মতামত দিতে পারবেন।
সিটি কর্পোরেশন সূত্র জানিয়েছে, সাধারণ মানুষ এখন অনেক সচেতন। তাদের অধিকার ও প্রাপ্ত সেবা নিয়ে তারা কথা বলতে চান। সেই সঙ্গে নাগরিক বিশেষ করে তরুণরা প্রযুক্তির নানা বিষয়ে সংযুক্ত। এই সংখ্যাটি অনেক বড়। আস্তে আস্তে বাড়ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নাগরিকদের যুক্ত করতে তাই অনলাইন প্রযুক্তিকে বেছে নেয়া হয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জাকির হোসেন বলেন, মানসম্মত পরিষেবা প্রদানে ও কর্পোরেশনের সাথে সহজ যোগাযোগের উপায় সম্পর্কে নাগরিকদের মতামত জানতে আগ্রহী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। তিনি বলেন, এতে নাগরিকদের ভাবনার সঙ্গে সিটি কর্পোরেশন একদিকে যেমন যুক্ত হবে তেমনি তাদের অভিযোগগুলোর সমাধানের পথও খুঁজে বের করা যাবে। সর্বোপরি অধিকার ও অভিযোগ সম্পর্কে কথা বলাও একজন নাগরিকের অধিকার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এ ব্যাপারে খুবই সচেতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com