নিজস্ব সংবাদদাতা
ফতুল্লার কোতালেরবাগে চলছে রমরমা মাদকবাণিজ্য। থানা-পুলিশকে ম্যানেজ করে এলাকার ইস্রাফিলের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রানা মাদকের হাট জমিয়েছে গোটা এলাকায়। দিনের পর দিন থানা তার মাদক বিক্রির আকার বড় হচ্ছে।
স্থানীয়রা জানান, ২০২৪ সালে জেলে খেটে আসে মাদকের মামলায় একাধিকবার মাদক সহ ধরা খাওয়ার পরও ছাড়েনি মাদক বিক্রি। এখনও দিব্ব্যি চলছে তার মাদকের রমরমা ব্যবসা। একাধিক মাদক মামলার আসামি হওয়ার পর ও কিছুতেই কমছে না তা দৌরাত্ম। ৫ আগষ্টের পর থানা পুলিশের তৎপরতার অভাবের সুযোগটি কাজে লাগিয়ে বিভিন্ন প্রকারের মাদক বিক্রি করে রাতারাতি টাকার কুমিড়ে পরিনত হয়েছে এ রানা। কোতালেরবাগসহ আশপাশ এলাকায় অনেকটা প্রকাশ্যেই মাদক বিক্রি করছে রানা ও তার সহযোগিরা। স্থানীয় কিছু পাতি বিএনপি নেতাদের সহযোগিতায় সে প্রকাশ্যেই মাদক বিক্রি করছে। যার ফলে স্থানীয় উঠতি বয়সী ছেলেরা মাদকের প্রতি ঝুঁকে পড়ছে এবং নেশাগ্রস্ত হয়ে পড়ছে। যার ফলে মাদক সেবনের টাকা জোগাড় করতে গিয়ে এলাকাতে ছিচকে চুরি ও ছিনতাই বেড়ে পড়েছে। স্থানীয়রা জানান,রানার মাদক বিক্রি অগ্রযাত্রা দমাতে আমরা স্থানীয়রা শত চেষ্টা কওে ব্যর্থ হয়েছি। তাছাড়া পাড়া-মহল্লাগুলো টহল পুলিশের যাতায়াত না থাকার ফলে এখানে মাদক এর প্রবনতা বেড়েছে বহুগুনে।
ওনার প্রকাশ্যে মাদক বিক্রি তিনি নিজেই জানান দিচ্ছে এই বিষয়ে কেই কথা বললেই তাকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে তাই তার দাপুটে মনোভাবের কারনে কোন অভিভাবক তার পরিবারের কথা চিন্তা করে এখন কেউ কিছু বলতে সাহস পাচ্ছেনা।
রানার মাদক বিক্রি বন্ধ করতে এবং তাকে দ্রুত গ্রেফতার করতে ফতুল্লা মডেল থানা পুলিশ ও র্যাবের সার্বিক সহযোগিতা কামনা করেন স্থানীয় বাসিন্দাগন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।