রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জের ইছাপুরা বাজারে গভীররাতে আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ৩ ফেব্রুয়ারি সোমবার দিবাপূর্ব গভীররাতে এ আগুন লাগার ঘটনা ঘটে। ইছাপুরা বাজার ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ইছাপুরা বাজারের কয়েকটি দোকানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বাজারে থাকা নয়টি দোকান সহ মালামাল পড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সাথে সাথে বৈদ্যুতিক লাইনম্যানদেরও বিষয়টা জানাই তারা সাথে সাথে লাইন অফ করে দেয় এবং ফায়ার সার্ভিস এর লোকজন তারা বাজারে ছুটে চলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মিষ্টি দোকানি জনি বলেন, তাঁর দোকানে থাকা মালামাল সব পুড়ে গেছে। তাতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এভাবে ৯ টি দোকানে ১ কোটি টাকার ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ বাবুল মিয়া, জনি মিয়া, আব্দুল্লাহ, বাদল মিয়া, আলামিন, কিসমত আলী, আক্কেল আলী, মামুন মিয়া ও জলিল মিয়া রেজোয়ান বলেন, আগুনে দোকান সহ মালামালপুরে তারা নিঃস্ব হয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, সময় মত আগুন নেভাতে ব্যর্থ হলে বাজারে আগুন ছড়িয়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।
এদিকে সন্ধায় উপজেলার ভুলতা এলাকার তাতবাজার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন আতঙ্কে মার্কেটের হাজার হাজার ক্রেতা ও ব্যবসায়ীর রাস্তায় নেমে আসে। সন্ধা ৭টায় এ রির্পোট লেখা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল বলে জানা গেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।