নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে আদালতপাড়ায় প্রচারপত্র বিলি করেছে জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠন নারায়ণগঞ্জ আইনজীবী থানা শাখা। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে তারা এ প্রচারপত্র বিতরণ করে।
এসময় তারা বলেন, আগামী ৭ ফেব্রæয়ারি নারায়ণগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ওইদিন নারায়ণগঞ্জের আপামর জনগণ জনসভায় অংশ নেবে।
আইনজীবী থানা সেক্রেটারি এড. নিজাম উদ্দিনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, এড. সাইফুল ইসলাম, এড. জি এম মর্তুজা, এড. শাহনেওয়াজ সিদ্দিক সুজন, এড. গোলাম মোস্তফা, এড. ইকবাল হোসাইন, এড. ওমর ফারুক প্রিন্স, এড. তাওফিকুল ইসলাম দিপু, এড. শেখ ফয়সাল লাভলু প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।