Logo
HEL [tta_listen_btn]

জেনারেল হাসপাতালে দুদকের হানা

নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম হঠাৎ অভিযান চালিয়েছে। দুদক টিমের এমন আচমকা অভিযানে নড়েচড়ে বসেছেন অনেকে। তবে হাসপাতাল প্রশাসন বলছে, নির্দিষ্ট কোন বিষয়ে নয়, দু’টি প্রতিবেদনের বিষয়ে এসেছিল টিমটি।
গতকাল মঙ্গলবার দুপুরে দুদকের কয়েক সদস্যের একটি টিম নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রবেশ করে। মূহুর্তেই খবরটি ছড়িয়ে পড়ে। এতে হাসপাতালে কর্মরতদের মধ্যে চাপা আতঙ্ক দেখা দেয়।
নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. জহিরুল ইসলাম জানান, শুনেছি তারা স্বাস্থ্য প্রতিবেদন স্বাক্ষর করাতে এসেছিল। তবে ইউনিফর্ম পরে এলেও পরে তারা সাদা পোষাকেই চলে গেছেন।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন জানান, দুদক টিমের একটি স্বাস্থ্য প্রতিবেদন স্বাক্ষর করাতে এসেছিলেন তারা। এছাড়াও ইউনানী বিভাগ নিয়ে একটি রিপোর্ট সম্পর্কে বিস্তারিত খোঁজÑখবর নেন।
তবে অভিযুক্ত ইউনানী চিকিৎসক ডা. হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের সূত্র ধরে দুদকের টিম এসেছিল। তারা ওষুধের কাগজপত্র পরীক্ষা করে গেছে । কিন্তু অভিযোগের কোন সত্যতা পায়নি।
তবে এ বিষয়ে দুদকের নারায়ণগঞ্জের আঞ্চলিক কার্যালয়ে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com