নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ও এর ক্ষতিকর দিক নিয়ে সচেতনতাম‚লক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের (বালক) অংশগ্রহণে এই সচেতনতাম‚লক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করে এবং সুস্থ, সুন্দর ভবিষ্যৎ গড়তে মাদকের কুফল থেকে দ‚রে থাকার পরামর্শমূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। এছাড়াও শিক্ষার্থীদের নিজেদের পরিবার ও সমাজে মাদকবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার আহŸান জানান তিনি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার তদন্ত ওসি রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।