Logo
HEL [tta_listen_btn]

আদর্শ সমাজ গঠনে সৎ নেতৃত্বের বিকল্প নেই: মমিনুল হক

সমাজ ও রাষ্ট্র পরিচালনার যোগ্য কর্মী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াত আয়োজিত অগ্রসর কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি কল্যাণমুখী, আদর্শ ও ন্যায়-ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য প্রয়োজন একদল সৎ, নীতিবান, আদর্শবান নেতৃত্ব ও কর্মী বাহিনী। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে।”

তিনি আরও বলেন, “ইসলামের শাশ্বত আদর্শই মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি। কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তিজীবন, পরিবার ও সমাজ গঠনের মধ্য দিয়েই শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

জেলা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মাসুদুর রহমান গিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মাওলানা আশরাফুল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, মুফতী জাহাঙ্গীর আলম ও মাওলানা আবদুল মজিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com