সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকালে চিটাগাং রোডের মুঈদ ফাউন্ডেশন অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার। তিনি বলেন, “ভোটের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে সৎ লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি সমাজ থেকে অন্যায় বিতাড়িত করতে হলে প্রয়োজন নীতিনিষ্ঠ ও আদর্শবান নেতৃত্ব।”
তিনি আরও বলেন, “ইসরাইল কর্তৃক ফিলিস্তিনে মুসলিম ভাইদের ওপর যে বর্বরতা চালানো হচ্ছে, তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। এখনই বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলি পণ্য বর্জনসহ কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, মহানগর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও থানা জামায়াতের নেতৃবৃন্দ।
বক্তারা আরও বলেন, “স্বৈরাচারীর পতনের ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, তাদের পরিণতিও স্বৈরাচারীদের মতো হবে। তাই দেশের স্বার্থে সবাইকে সতর্ক থাকতে হবে এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।”
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।