Logo
HEL [tta_listen_btn]

কারামুক্ত জাকির খানকে হোসিয়ারি অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

নারায়ণগঞ্জে কারামুক্ত আলোচিত সাবেক ছাত্রদল নেতা জাকির খানকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত পর্ষদ।মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় জাকির খানের নিজ বাসভবনে গিয়ে হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, “জাকির খানকে শুভেচ্ছা জানাতে এসেছি কারণ সে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছে। আদালত প্রমাণ করেছে সে নির্দোষ। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তাদের অস্তিত্ব এখন নেই। আমরা তাকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।”

সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু বলেন, “১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্রদলের আন্দোলনে জাকির খান ছিলেন অগ্রণী ভূমিকায়। তরুণ সমাজ এখনো তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তার মেধা ও সাহস বিএনপির আন্দোলনকে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “দেশে স্বার্থবাদীরা তারুণ্যকে ভয় পায়। সেই ভয় থেকেই ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, যা আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে।”

অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা জাকির খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে ব্যবসায়ীদের পাশে থাকার জন্য সহায়তা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু, সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন, পরিচালক আব্দুল হাই, মিজানুর রহমান, পাড়ভেজ মল্লিক, হাজী মো. শাহিন হোসেন, আতাউর রহমান, আলহাজ্ব মনির হোসেন, দুলাল মল্লিক, মাসুদুর রহমান, বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু শেখ, নাছির শেখ, আব্দুল সোবহান তালুকদার, বিল্লাল হোসেন, নাছির আহম্মেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com