Logo
HEL [tta_listen_btn]

অবৈধ স্ট্যান্ড ও চাঁদাবাজি বন্ধের দাবি মাওলানা মঈনুদ্দিনের

স্যাটেলাইট চ্যানেল মাই টিভির ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে ফিলিস্তিনিদের মুক্তি ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে শহরের চুনকা পাঠাগার মিলনায়তনে মাই টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।

অবৈধ স্ট্যান্ড ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক দখল করে চলা অবৈধ স্ট্যান্ড ও চাঁদাবাজি বন্ধ করতে না পারলে শহরবাসীর শান্তি ফিরে আসা সম্ভব নয়। একইসাথে তিনি বর্বর ইসরায়েলি জাতির পণ্য বর্জনের আহ্বান জানান।”

তিনি মাই টিভির এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সাংবাদিক এস. এম. মিরাজ হোসেন টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন, বিবি মরিয়ম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শামীম মিয়া, নাসিক ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সানি, পরিবেশ রক্ষা সোসাইটির সহ-সভাপতি ফজলুল হক ভূঁইয়া, মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার শাহ কামাল সবুজ, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, বাংলা বাজার পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক ইউসুফ আলী প্রধান, মাই টিভির ক্যামেরাপার্সন রাকিব, মুন্না ফরাজিসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও হাফেজি পড়ুয়া শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com