নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়ন পরিষদকে আওয়ামী লীগ ও তাদের দোসরদের প্রভাবমুক্ত রাখতে প্রশাসক নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সহ সকল মেম্বার আওয়ামী লীগ ও তাদের দোসর হিসেবে পরিচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার হয়ে জেলহাজতে থাকলেও তার অনুপস্থিতিতে যাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়ার কথা, তিনিসহ অন্য মেম্বাররাও সবাই একই গোষ্ঠীর লোক। বক্তারা বলেন, “দিনের ভোট রাতে করে যারা নির্বাচিত হয়েছে, তারা জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না। বিগত আমলে লুটপাট করেছে, এবারও সেই সুযোগ নেওয়ার চেষ্টা চলছে।”
তারা আরও বলেন, “সরকারপন্থী দোসরদের দিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনার চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। অবিলম্বে ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী দোসর মেম্বার ও চেয়ারম্যানদের অপসারণ করে একজন নিরপেক্ষ প্রশাসক নিয়োগ দিতে হবে। নতুবা কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মাহমুদুল হক আলমগীর। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান সুমন, সহসভাপতি আমিনুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক জহির চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, সহসভাপতি রোজিনা আক্তার, বিএনপি নেতা মিজানুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।