Logo
HEL [tta_listen_btn]

মাঝরাতে আগুন, ফতুল্লায় ছাই হলো গোডাউন-ছাপাখানা

ফতুল্লা সংবাদদাতা

গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে সস্তাপুর হযরত শাহ মাজার সংলগ্ন এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদয় আহমেদের মালিকানাধীন একটি জুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের এম্বোটারি গার্মেন্টস-এর ছাপাখানায়। আগুনের লেলিহান শিখায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা পানি ও বালতি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেয়।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি, তবে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান দু’টি।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরণের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com