ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় পয়ঃনিস্কাশন ড্রেন থেকে আমিনুল ইসলাম (৫৮) নামে এক মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এনায়েন নগরের হাজী কাদির বেপারীর বাড়িতে স্ব পরিবারের বসবাস করতেন। এ ঘটনায় নিহতের পুত্র আনোয়ার হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। এরআগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে গ্যারেজ হতে মিশুক নিয়ে বের হন আমিনুল ইসলাম। বৃহস্পতিবার সকালে পশ্চিম শিয়াচর নুর মসজিদ সংলগ্ন সারোয়ার মিয়ার বাড়ির সামনে পয়ঃনিস্কাশন ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে সাথে থাকা অটোরিকশাটি পাওয়া যায়নি।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করা হলেও পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করে। ধারনা করা হচ্ছে বুধবার রাতে কোন এক সময়ে দূস্কৃতিকারীরা তাকে হত্যা করে মিশুক গাড়ীটি ছিনিয়ে নিয়ে যায়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।