Logo
HEL [tta_listen_btn]

শ্রমিকরা করুনা চায় না, তাদের অধিকার চায়

নিজস্ব সংবাদদাতা
১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বিভাগীয় শ্রম দপ্তর নারায়ণগঞ্জ এবং কল কারখানা পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জের সার্বিক সহযোগীতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বিপুল সংখ্যক শ্রমজীবি মানুষের সমন্বয়ে বিশাল র‌্যালী নিয়ে অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি-নং ঢাকা-২৩০২) এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন তাপু। সকালে জেলার বিভিন্ন ইউনিট থেকে শ্রজীবী মানুষ খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের চাষাঢ়ার মোড় এসে জমায়েত হয়। পরে তোফাজ্জল হোসেন তাপর নেতৃত্ব বিশাল মিছিলটি জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে সভায় অংশ গ্রহন করে। বিভাগীয় শ্রম দপ্তর নারায়ণগঞ্জের পরিচালক আফিফা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর ইসলাম মিয়া, সভায় জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখে। র‌্যালী পুর্বক সংক্ষিপ্ত বক্তব্যে তোফায়েল হোসেন তাপু বলেন, আজকের এই দিনে আমি শ্রদ্ধার সাথে স্মরন করছি যারা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য ১৮৮৬ সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে নিজের জীবন উৎসর্গ করেছিলন। শ্রমিকরা করুনা চায় না শ্রমিকরা তাদের অধিকার চায়, তারা দেশের প্রধান চালিকা শক্তি, তাদেরকে সম্মানের দেখতে হবে। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে শ্রমিক সঠিক ভাবে মুল্যায়ন করতে হবে। তাদের বেতন অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য সেবার নিশ্চিত সহ তাদের সঠিক দাবি পুরন করতে হব। এ জন্য সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করছি। যেখানেই শ্রমিকদের শোষন নির্যাতন হবে সেখানেই আমাদের সংগঠন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩০২) সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়ে অন্যায়ের প্রতিবাদ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com