Logo
HEL [tta_listen_btn]

ভূমিহীন আন্দোলনের মে দিবস পালন

নিজস্ব সংবাদদাতা
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ব্যাপক উৎসাহ উদ্দীপণের মধ্য দিয়ে পালন করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
পহেলা মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জিয়াউল ইসলাম সুমন এর নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মীরা যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
এ সময় লিখিত বক্তব্যে জিয়াউল ইসলাম সুমন বলেন, ১৮৮৬ সালে ১ লা মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কর্ম দিবসের দাবিতে আন্দোলন শুরু করে।
তৎকালীন শাসকগোষ্ঠী শ্রমিকদের দাবি না মেনে নির্বিচার গুলি করে হত্যা করে। এর পরিপ্রেক্ষিতে আন্দোলন বেগবান হলে আমেরিকার সরকার শ্রমিকদের আন্দোলন মেনে নিতে বাধ্য হয়।
সেই থেকে বিশ্ব বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে। বাংলাদেশের সমস্ত জেলায় সরকারি বেসরকারি উদ্যোগে দিবসটি পালন করা হলে আমরাও আমাদের সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালন করছি।
জিয়াউল ইসলাম সুমন আরো বলেন,২০২১ সালে চানমারি বস্তিতে বসবাসরত অসহায় গরিব ছিন্নমূল মানুষকে তৎকালিন জেলা প্রশাসক অন্যত্র বাসস্থান নিশ্চিত করার কথা বলে এখনও তাদের কে পৃর্নবাসন করেনি, আমরা পূনরায় তাদের পুর্নবাসনের জোর দাবি জানায়েচ্ছি। রানা প্লাজা ধ্বংস হয় ২০১৩ সালে শতশত শ্রমিক আহত ও নিহত হয় তাদের সম্পুর্ন ক্ষতি পুরন ও পুর্নবাসন নিশ্চিত করতে হবে। ২০১২ সালে আশুলিয়ায় তাজরিন ফ্যাশনে আগুনে পুড়ে ৩০০ এর বেশি শ্রমিক নিহত হয় তাদের ক্ষতিপুরন এখনও নিশ্চিত করা হয়নি, তাদের ক্ষতিপূরন দিতে হবে।
এ উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বের শ্রমিকদেরকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশের শ্রমিকদের আর্থিক উন্নয়ন, চিকিৎসার ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, উন্নত মানের বেতন কাঠামো প্রণয়ন করার জন্য বর্তমান অন্তবর্তী কালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com