Logo
HEL [tta_listen_btn]

পরিবারের ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

ফতুল্লা সংবাদদাতা
ফতুল্লায় পৈত্রিক সম্পত্তি দখল ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইসহ পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন বড় ভাই মেহেদী সাজ্জাত (২৭)। তিনি কুতুবাইল রেললাইন বটতলা এলাকার মৃত মো. সাজ্জাদ আলীর ছেলে। শনিবার (৩ মে) তিনি ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলায় ছোট ভাই সাদিক সাজ্জাত (২৪), তার স্ত্রী স্বর্ণা আক্তার (২৫), মা নিহার বানু শিল্পি (৫৩), ভাইয়ের শ্বশুর বোরহান (৫০) ও শাশুড়ি মনি (৫০) কে আসামি করা হয়েছে।

মেহেদীর অভিযোগ, ছোট ভাই সাদিক এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। চার মাস আগে মা নিহার বানুর ইন্ধনে সে গোপনে স্বর্ণা আক্তারকে বিয়ে করে এবং পরে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকদের নিয়ে পৈত্রিক বাড়িতে মাদক ব্যবসা শুরু করে। এ বিষয়ে প্রতিবাদ করায় বড় ভাই মেহেদীকে মারধর করা হয় এবং তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, গত ১ মে রাতে সাদিক ও স্বর্ণা অজ্ঞাত আরও ৪-৫ জনকে নিয়ে বাড়িতে মাদক সেবন করে পরিবেশ নষ্ট করলে বাধা দেন মেহেদী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে আবারও মারধর করা হয়। বিবাদীরা নাকি জানিয়েছেন, তারা মেহেদীকে ‘পথের কাঁটা’ মনে করে এবং সম্পূর্ণ পৈত্রিক সম্পত্তি দখলে নিতে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে।

যোগাযোগ করা হলে মা নিহার বানু বলেন, “আমার ছেলেটা অল্প বয়সে বখে গেছে৷ পারিবারিকভাবে তাকে অনেকবার শোধরানোর চেষ্টা করেও পারিনি৷ সে তার বড় ভাইকে খুবই জ্বালাতন করছে৷ আমি নিজেও তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছিলাম। কিন্তু তারপরও, সে আমার ছেলের মনটা তার জন্য কাঁদে। পারিবারিকভাবে এর একটা মীমাংসা করে আমি আমার বড় ছেলের সাথেই থাকতে চাই।”

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com