Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে জামায়াতের প্রস্তুতিসভা

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জ থানা জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন ) কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী উদ্দোগে মুড়াপাড়ায় জামায়াতে ইসলামীর অফিসে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে । কর্মী সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সভাপতি সাধারন সম্পাদক ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এড. ইসরাফিল হোসাইন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, মাওলানা ফারুক আহমাদ, আব্দুল মজিদ, মোহাম্মদ হানিফ ভূঁঞা, মোঃ খাইরুল ইসলাম, মোবারক হোসেন দুলাল, মোঃ কফিলউদ্দিন, হাফেজ মহিউদ্দিন মোঃ নাজমুল হক মোঃ ইয়াছিন রায়হান, মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
এসময় প্রধান অতিথি জেলা সেক্রেটারী মো: হাফিজুর রহমান বলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা সংগঠনের উদ্যোগে ২০ জুন মুড়াপাড়া সরকারি কলেজ অডিটোরিয়ামে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। উক্ত জনসভাকে সার্থক, সুন্দর ও সাফল্য মন্ডিত করার জন্য যা যা করার দরকার আমরা তাই করব। এসময় তিনি আবেগঘন বক্তৃতা দিয়ে নেতা কর্মীদের উৎসাহ, অনুপ্রেরণা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com