Logo
HEL [tta_listen_btn]

কুমিল্লায় বাস-পিকআপ সংঘর্ষে হেলপার নিহত ঘাতক চালক রূপগঞ্জে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপের সংঘর্ষে এক হেলপার নিহত হওয়ার ঘটনায়, ঘাতক বাসের চালককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (১৮ জুন) দিবাগত রাতে রূপগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মে দুপুর সাড় ১২টায় একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১২-৫৮৩৩) পদুয়ার বাজার থেকে শিকারপুর খাদ্য গোডাউনে ভাড়া নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পিকআপের চালক ছিলেন মো. জুয়েল (২৫) এবং হেলপার ছিলেন রিয়াজ (১৮)।
কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন বিজয়পুর শ্রীনিবাস এলাকাস্থ মা মৃতশিল্প অ্যান্ড হ্যান্ডিক্রাফটের সামনে ইউটার্ন করার সময় একই লেনে দ্রুত ও বেপরোয়া গতিতে আসা একটি পদ্মা এক্সক্লুসিভ যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮০২৮) পিকআপটিকে স্বজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক জুয়েল ও হেলপার রিয়াজ গুরুতর আহত হন।
হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন আহত জুয়েল ও রিয়াজকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রিয়াজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে দাউদকান্দি এলাকায় রিয়াজ মারা যান।
এই ঘটনায় পিকআপটির মালিক জেসমিন (২৮) বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন।
র‌্যাব-১১ এই ঘটনার ছায়াতদন্ত শুরু করে। নিজস্ব গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ বুধবার দিবাগত রাত ৩টায়, রূপগঞ্জ দিঘি বরাবো এলাকায় অভিযান চালায়। অভিযানে মামলার পলাতক আসামি মানিক রতন মানিক (৫৪)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মানিক রতন মানিককে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য কুমিল্লা জেলার লাকসাম ক্রসিং হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com