Logo
HEL [tta_listen_btn]

বন্দরে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

বন্দর সংবাদদাতা
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে সদর ও বন্দর উপজেলাধীন সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন স্তরের মাদ্রাসা শিক্ষকদের নিয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার (২৪ আগস্ট) দিনব্যাপী নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগরীর সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা শাহজাহান মিয়া।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
তিনি বলেন, “আদর্শ শিক্ষকরাই পারে একটি আদর্শ জাতি উপহার দিতে। একজন ব্যক্তি যদি সত্য জানার পরও তা গোপন রাখে, কুরআনে আল্লাহপাক তাকে জালেম বলেছেন। পৃথিবীতে একমাত্র আল্লাহর ভয় ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। হৃদয়ে আল্লাহর ভয় লালন করলে দুনিয়ার সব ভয় দূর হয়ে যায়।”
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেসবাহুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. মাওলানা শাহজাহান মাদানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মাওলানা মো. ওমর ফারুক।
প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় সনদপ্রাপ্ত মাস্টার ট্রেইনাররা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। তাঁদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর এনসিটিবির সহকারী অধ্যাপক ড. মো. আবু হানিফ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ আবু ইউসুফ খান এবং উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আনোয়ার হোসাইন মোল্লা।
এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও কর্মশালায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com