বন্দর সংবাদদাতা
বন্দরের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কথা সাহিত্যিক আলী এহসান ওরফে পিয়ার আলী মাস্টার (৭৭)আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গত সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ১নং নয়ানগরস্থ তার নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়ে ও নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। পাশাপাশি গল্প,কবিতা ও উপন্যাস লেখালেখি করতেন। তার লেখা একাধিক গ্রন্থ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে। তিনি বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যও ছিলেন। (২৬ আগস্ট) মঙ্গলবার সকাল ৯টায় জিওধরা আদমপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে গুণী এই লেখকের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির বন্দর উপজেলা কমিটি। তার কফিনে তাকে শেষ বিদায় জানান বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সহ-সভাপতি মোঃ ওবায়েদ উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিয়ার জাহান কমল, মোঃ বশির খান, সংগঠক মাইনুদ্দিন মানিক, কবি নাসিম আফজাল, মোখলেছুর রহমান, কবি রইস মুকুল, আনোয়ার হাসান মাস্টার, আব্দুল রব লাবু, সহকারি শিক্ষক নূর জাহিদ বাদল প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।