Logo
HEL [tta_listen_btn]

ড্রেনে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ

সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সিআই খোলার বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নূর ইসলাম (৫০) গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি আরও দুই নারী আহত হয়েছেন। তাদের সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজারে ভিড় কম থাকায় আহতের সংখ্যা বেশি হয়নি। তবে বিকট শব্দে আতঙ্কিত হয়ে আশেপাশের মানুষজন রাস্তায় ছুটে আসেন।
স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, “আমি দোকানে বসে ছিলাম, হঠাৎ প্রচন্ড শব্দে ড্রেনের স্ল্যাবগুলো তিন ফুট ওপরে উঠে যায়। আশপাশের বিল্ডিং কেঁপে ওঠে, আমরা আতঙ্কে দৌড়ে বাইরে চলে আসি।”
বিস্ফোরণে ড্রেনের ৫ ইঞ্চি স্ল্যাভ উল্টে যায় এবং চারদিকে ধুলো-ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com