Logo
HEL [tta_listen_btn]

পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিকের দালালি

ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিক পরিচয়ে দালালি করতে গিয়ে ধরা পড়েছেন শফিকুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে অফিস কর্তৃপক্ষ তাকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এই দণ্ড দেন।
ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি ভুয়া সাংবাদিক পরিচয়ে চারজন সাধারণ নাগরিকের পাসপোর্ট করিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। তিনি তাদের কাগজপত্রে নিজের কিছু নথি যুক্ত করেন এবং এর বিনিময়ে টাকা নেন। অথচ ওই চারজনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার কাছ থেকে ‘আমাদের জাগরণ’ নামের একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়, যেখানে বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে পরিচয় দেওয়া আছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমদ বলেন, “আমরা দালালচক্রের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছি। সাংবাদিক পরিচয় বা অন্য কোনো ভুয়া পরিচয়ে প্রতারণা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। পাসপোর্ট অফিসে দালালদের স্থান নেই। এ ধরনের অপকর্ম দমনে অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com