Logo
HEL [tta_listen_btn]

ফতুল্লায় ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা

ফতুল্লা সংবাদদাতা
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনব্যাপী ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মোট ১ হাজার ১০০ এরও বেশি শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার পাশাপাশি রক্তদানের প্রয়োজনীয়তা ও মানবিক দিক সম্পর্কেও অবহিত করা হয়।
বর্তমানে বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ গ্রুপ দেশের ৬৪টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। রমজানে পথচারীদের মাঝে ইফতার বিতরণ, ঈদে সামগ্রী বিতরণ, বন্যাদুর্গতদের সহায়তা এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদানের মতো মানবিক কার্যক্রমও তারা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ গ্রুপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাকিব মাহমুদ ফারাবী এবং স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মোঃ শরিফুল ইসলাম।
ক্যাম্পেইনের সার্বিক সহযোগিতায় ছিলেন ফতুল্লা ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম তৌকির এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম সানি।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে রক্তদানের চেতনা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com