নিজস্ব সংবাদদাতা
ডাকসু’র ভুয়া প্রার্থী রাইয়ান ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠেছে। সরেজমিনে জানা যায়, রাইয়ান ইসলাম নারায়ণগঞ্জের প্রাইভেট বিশ্ববিদ্যালয় জ. চ. ঝযধযধ টহরাবৎংরঃু’র আইন ও মানবাধিকার বিভাগের ২৭ ব্যাচের শিক্ষার্থী। অথচ সে তার নির্বাচনী প্রচারপত্রে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। এবং তার হল সংযুক্তি দেখানো হয়েছে শহীদুল্লাহ হল। অথচ শহীদুল্লাহ্ হলে আইন বিভাগের শিক্ষার্থীদের সংযুক্তি দেওয়া হয় না। নিবার্চনী প্রচারপত্রে তার ব্যালট নং দেখানো হয়েছে ১৬১। সে নিজেকে রেড জুলাইয়ের প্রতিষ্ঠাতা দাবি করেছে।
অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ব্যালট বরাদ্দের তালিকায় (দ্বিতীয় ছবি) দেখা যাচ্ছে, ১৬১ নং ব্যালট বরাদ্দ দেওয়া হয়েছে মোঃ সজিব হোসাইন (রেড জুলাই), ফলিত গণিত বিভাগ, শহীদুল্লাহ্ হল, ভোটার নং শহ ০১২২২, রেজিস্ট্রেশন নং ২০২১৬১১৮৩৬, কে।
সুতরাং উপরের তথ্য-উপাত্ত থেকে এটা প্রমাণিত যে, মোঃ রাইয়ান ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দাবি ও ডাকসু নির্বাচনে প্রার্থীতা দাবি ভুয়া এবং প্রতারণামূলক।
ইতোমধ্যে খবর পাওয়া গেছে যে, ছেলেটি নিজেকে ডাকসু’ র প্রার্থী দাবি করে নির্বাচনী প্রচারের খরচবাবদ নারায়ণগঞ্জের বিভিন্ন মহল থেকে মোটা অঙ্কের চাঁদা উত্তোলন করেছে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং গণঅভ্যুত্থানের বীর সৈনিক মোঃ সজিব হোসাইনের (রেড জুলাই) সুনাম মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে যা বাংলাদেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ।
তার এসব কর্মকাণ্ডে পুরো আর পি সাহা বিশ্ববিদ্যালয় ও আর পি সাহা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের সম্মান ক্ষুন্ন করেছে। আর পি সাহা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষার্থীরা রাইয়ানের প্রতারণা ও চাঁদাবাজির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।