Logo
HEL [tta_listen_btn]

ডাকসু’র ভোটযুদ্ধ আজ

ফিরোজ আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ডাকসু’কে বলা হয় দেশের দ্বিতীয় সংসদ। এখানকার নেতৃত্ব বহুবার দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করেছে। এবারের নির্বাচনও তার ব্যতিক্রম হবে না। অনেক বছর পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। দেশের ইতিহাসে এই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য। এখান থেকেই শুরু হয়েছে ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান এবং সামরিক শাসনবিরোধী সংগ্রাম। সেই ধারাবাহিকতায় এবারের ডাকসু নির্বাচনও শুধু ক্যাম্পাসেই সীমাবদ্ধ নয়, বরং এর দিকে তাকিয়ে আছে গোটা দেশ। এবারের লড়াই হবে হাড্ডাহাড্ডি। এমন আভাসই পাওয়া যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ডাকসুতে ভিপি পদে এবারের প্রধান লড়াই হবে আবিদ ও উমামার মধ্যে। কাদের ও সাদিকও গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হলেও তাঁদের মধ্যে একজন তৃতীয় অবস্থান অর্জন করার সম্ভাবনা বেশি।
জিএস পদে লড়াই হবে একেবারেই চতুর্মুখী। ছাত্রদলের ভোটব্যাঙ্ক থাকার কারণে হামিম এগিয়ে থাকলেও বাকের, বসু ও ফরহাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে খুব কাছাকাছি। ফলে শেষ মুহূর্তের ভোট-প্রবাহই নির্ধারণ করবে কে আসনটি জয় করবেন।
এজিএস পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে মায়েদের অবস্থান অনেকটাই শক্তিশালী বলে মনে করা হচ্ছে।
যদিও শিবিরপন্থী প্রার্থীদের নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও আলোড়ন তৈরি হয়েছে, বিশেষজ্ঞদের মতে সোশ্যাল মিডিয়ার প্রভাবের বাইরে বাস্তব চিত্র ভিন্ন। অনলাইন প্রচারণা অনেক সময় ভোটারদের বিভ্রান্ত করলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরপেক্ষ ভোটাররা সাধারণত প্রার্থীদের কর্মকাণ্ড ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেন। ফলে ভোট ভাগাভাগির সমীকরণে শিবিরপন্থী প্রার্থীদের এগিয়ে যাওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে।
সবচেয়ে ইতিবাচক দিক হলো, দীর্ঘদিন পর ডাকসুতে দেখা যাচ্ছে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। এর মাধ্যমে বাংলাদেশ কার্যত নির্বাচনী মৌসুমে প্রবেশ করলো।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে বলা হয় দেশের দ্বিতীয় সংসদ। এখানকার নেতৃত্ব বহুবার দেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করেছে। এবারের নির্বাচনও তার ব্যতিক্রম হবে না। এর প্রভাব শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই সীমিত থাকবে না বরং ছড়িয়ে পড়বে দেশের অন্যান্য পাবলিক, প্রাইভেট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এমনকি মিডিয়া ও সংস্কৃতিতেও। আর এর ফলেই দেশের সাধারণ মানুষও নড়েচড়ে বসবে, শুরু হবে নতুন রাজনৈতিক আলোচনার ঢেউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com