নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহীদ ছাত্র ও তরুণ সাংবাদিক শাহরিয়াজ শুভ্র’র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর ছিনতাইকারীরা ফতুল্লা থানার সংগঠক শুভ্রকে হত্যা করে। হত্যাকাণ্ডের আট বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শুভ্রকে স্মরণ করে তার বিচার দাবি করা হয়।
জেলা সভাপতি ফারহানা মানিক মুনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ছাড়াও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফারহানা মানিক মুনা বলেন, “সহযোদ্ধা শাহরিয়াজ শুভ্র হত্যার আট বছর পূর্ণ হলো! অথচ দীর্ঘ সময় পার হলেও এ হত্যাকান্ডের বিচার কার্যত স্থবির। ছিনতাইকারীরা মাত্র ৬০০ টাকা ও একটি মোবাইল ফোনের জন্য শুভ্রকে হত্যা করেছিল। কিন্তু আজও কোনো চার্জশীট আদালতে পেশ করা হয়নি। ছিনতাইকারীদের সম্মুখে রাষ্ট্রের বিচারব্যবস্থার পরাজয় ঘটেছে।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, নিরাপদ নারায়ণগঞ্জ গড়ার যে লড়াইয়ে শুভ্ররা প্রাণ হারিয়েছেন আমরা সেই লড়াইয়ের উত্তরসূরি। ছাত্র ফেডারেশন এই লড়াইয়ে আপোষহীন ছিল, আছে, আগামীতেও থাকবে।”
গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটলেও নারায়ণগঞ্জে শুভ্র, ত্বকী, বুলু, মিঠু, চঞ্চল, আশিকুলসহ একের পর এক হত্যাকান্ডের বিচার এখনো আলোর মুখ দেখেনি। আমরা মনে করি, এ বিচারহীনতা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং বর্তমান রাষ্ট্রীয় কাঠামোর গভীর সংকট।”
তিনি বলেন, “অবিলম্বে শুভ্র হত্যাসহ নারায়ণগঞ্জের সব হত্যাকান্ডের বিচারকার্য দ্রুত সম্পন্ন করে বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হবে। তবেই শুভ্রদের স্মরণ যথার্থ হবে।”
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সৌরভ সেন, সহ-সাধারণ সম্পাদক তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূরসহ জেলা এবং অন্যান্য শাখার নেতা-কর্মীবৃন্দ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।