Logo
HEL [tta_listen_btn]

বন্দরে শ্রমিক দলের আলোচনা সভা

বন্দর সংবাদদাতা
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলকে গতিশীল করার লক্ষ্যে বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বন্দর ঝাউতলাস্থ নুপুর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন বলেন, আমরা রাজনীতি করি জনগণের সেবা ও কল্যাণের জন্য। যারা রাজনীতি করে তারা জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করে। গত ৫ আগস্টের পূর্বে শ্রমিক দলের ব্যানার ধরার মত কোন লোক পেতাম না। এখন বিএনপির নেতাকর্মীর অভাব নেই। দল ভারী করার জন্য দোসরদের দলে ডুকাবেন না। সামনে নির্বাচন আসছে। আপনারা এখন থেকে সকলেই ঐক্যবদ্ধ থাকবেন। ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয়। জাতীয়তাবাদী শ্রমিক দলকে শক্তিশালী করার জন্য বন্দরে দোসর মুক্ত ওয়ার্ড কমিটি করার আহবান জানাচ্ছি।
বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক মোঃ শফিউদ্দিন শফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম হোসেন, বন্দর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন শিশির।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ, মদনপুর শ্রমিক দলের সভাপতি মোস্তফা, ধামগড় ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল করিম, বন্দর উপজেলা শ্রমিক দলের নেতা আবু সুফিয়ান ও বন্দর ইউনিয়ন শ্রমিক দলের নেতা জাকির হোসেনসহ বন্দর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com