Logo
HEL [tta_listen_btn]

রূপগঞ্জে মাদকবিরোধী সেমিনার

রূপগঞ্জ সংবাদদাতা
রূপগঞ্জে “দাউদপুর ইউনিয়ন মাদক বিরোধী সেমিনার- ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কালনী হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। সভায় দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড. হেলাল উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. মাহফুজুর রহমান হূমায়ূন, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সিকদার।
এসময় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম আওলাদ খাঁন, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রিয়াদ ভূঁইয়া কিরণ, ক্রীড়া সম্পাদক আরফান উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রুবেল, ছাত্রদলের সাবেক সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক নয়ন সরকার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তাই তারা যেনো কোনভাবেই মাদকের সাথে জড়িয়ে পড়তে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। একজন মাদকাসক্ত ব্যক্তি শুধু তার পরিবার নয় বরং সমাজ তথা গোটা দেশের জন্য বোঝা। রূপগঞ্জে যারা মাদক সেবন বা বিক্রি করে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। মাদককারবারীরা যতো শক্তিশালীই হউক না কেন, এখান থেকে তাদের বিতাড়িত করা হবেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com