নিজস্ব সংবাদদাতা
শহরে ঢুকতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে শহরতলীর অটোচালকরা। শহরে যানজট নিরসনে শহরতলীর ব্যাটারিচালিত অটোরিকশা নারায়ণগঞ্জ শহরে প্রবেশ নিষেধ রয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছেন চালকরা। অটোচালকদের এমন আব্দারে বেকায়দায় পড়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে এ দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে মানববন্ধন করেন তারা।
ইজিবাইক শ্রমিক সমিতি ও ক্ষুদ্রযান শ্রমিক সংগঠনের এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এবি সিদ্দিক।
তিনি বলেন, “যানজটের দোহাই আমাদের ইজিবাইকগুলো শহরে ঢুকতে দেয় না। ঢুকতে গেলে যানজট নিরসন কর্মীরা চাকা ফুটো করে দেয়। আমরা যারা ভাড়ায় গাড়ি চালাই তারা সারাদিনে এখন ৫০০ টাকা ইনকাম করি। চাষাঢ়া পর্যন্ত অন্তত ঢুকতে দিলে এইটা ১২০০ টাকাও হয়। এইভাবে আমাদের বাধা দিলে সংসার চালাতে পারবো না।
এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
ইজিবাইক চালকরা যানজট নিরসনে অবাধ যানবাহন চলাচলে বাধা না দিয়ে সড়কের দুইপাশের ফুটপাত ও অবৈধ দোকানপাট উচ্ছেদেরও দাবি জানান।
সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ মানববন্ধন চলাকালীন ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ইজিবাইক চলাচল বন্ধ রাখায় ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। একই সময়ে মুষুলধারে বৃষ্টির কারণে ভোগান্তির মাত্রা আরও বাড়ে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।