Logo
HEL [tta_listen_btn]

পলাতক ওসমানদের ব্যবসা কাদের নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা
ওসমান পরিবারের সকল লোক পালিয়ে গেলেও একজন এখনো তার নিজের ফ্যাক্টরিতে বসে আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্র করছে। সবাই পালিয়ে যাওয়ার পরেও তার ফ্যাক্টরি, ব্যবসা-বাণিজ্য ও গরুর খামার কারা পরিচালনা করছে, সেটি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ দক্ষিণ থানা মহিলা বিভাগের সেক্রেটারি খাদিজা রহমানের সভাপতিত্বে ‘মহিলা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রশাসনের উদ্দেশে তিনি আরও বলেন, “শামীম ওসমান, অয়ন ওসমান ও আজমেরী ওসমানের ব্যবসা-বাণিজ্য কারা পরিচালনা করছে? প্রশাসনের দায়িত্ব হচ্ছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা।”
মঈনুদ্দিন আহমাদ বলেন, “বহু বছর ধরে একটি দল অন্যায়ভাবে ক্ষমতায় থেকে জুলুম-অত্যাচার, চুরি-ডাকাতি, লুটপাট চালিয়েছে। কিন্তু ধর্ম-বর্ণ, দলমত নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণেই জুলুমবাজ আওয়ামী লীগের পতন ঘটেছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। যারা পালাতে পারেনি তারা দেশে বসেই সমাজ ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
তিনি বলেন, “আমাদের প্রত্যেককে আল্লাহ তা’আলা কিছু দায়িত্ব দিয়েছেন। পরিবারকে দ্বীনদার ও পরহেজগার বানানো যেমন দায়িত্ব, তেমনি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্যও ঐক্যবদ্ধভাবে চেষ্টা করা দায়িত্ব। নির্বাচনের মাধ্যমে ইসলামের বিজয় হলে এ দায়িত্ব পালনে সহজ হবে।”
ইসলাম ও কোরআনের বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান নারায়ণণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সাবেক এ আমীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com